কতদিন পড়ে আছি মায়া মোহজালে
কত প্রলোভনে পড়ে গেলাম অতলে
তবুও হলো না শিক্ষা বহুকাল পর
লোভ মোহ ক্রোধ গিলে খায় অনিবার
যদিও সম্যক জানি কাম ক্রোধ লোভ
নিয়ে যায় নরক দ্বারে ভোগাতে দুর্ভোগ
যদিও দেখি আমি নরকের বিভীষিকা
নিবৃত্ত পারিনা হতে লোভ ক্রোধ শিখা


কেন দিলে দুরন্ত রিপু এ মানব মনে?
মনস্তাপ নিয়ে আসে সকল জীবনে
যদিও দিয়েছ প্রভূ এ মনোবিকার
উপায় দাও হে প্রভূ, করি প্রতিকার
আকাঙ্খা সরাও গহীন অন্তর হতে
তব নাম নিয়ে থাকি যেন দিনরাতে।।