অন্তরে সন্তানস্নেহ প্রকৃতির দান ৷
    জীব জগৎ এই স্নেহে অন্ধের সমান ৷৷
হিংস্রতম পশুরাও সন্তানের তরে ৷
  নিজের জীবন বলি দেয় নির্বিচারে ৷৷
       মায়েরা শিশুদের করেনা চোখের আড়াল ৷
     জঙ্গলে বেঁচে থাকার কায়দাও শেখায় ৷৷
     প্রকৃতির নিয়মে তারা কাজ করে যায় ৷
        ব্যতিক্রমী কোনো চিন্তা আসে না মাথায় ৷৷
     যত ব্যতিক্রম হয় কিন্তু মানব সমাজে ৷
    স্নেহ মমতা পালায় পরিস্থিতির চাপে ৷৷
    মাও জন্মের পর ফেলে দেয় জঞ্জালে ৷
      কুকুরেরা ছিঁড়ে খায় সদ্যজাত ছেলে ৷৷
      কত শিশু পাচার হয় মায়ের দৌলতে ৷
     টাকাই বড় হয় সন্তান স্নেহের পরিবর্ত্তে ৷৷
       কত শিশু হারিয়ে যায় রোজ জন্মের আগে ৷
      সেই সন্তানদের জন্য মাতৃহৃদয় কি কাঁদে?