শরণাগত হলেই মনের ভয় চলে যায় দুরে
শিশু নিঃসংশয়ে মায়ের উপর নির্ভর করে
সে জানে না তার জননীর কতখানি ক্ষমতা
শুধুমাত্র সে বুঝে গেছে তার মায়ের মমতা
মায়ের কোলে থাকলেই বিপদেও সে হাসে
সর্বতোভাবে মায়ের পর তার নির্ভরতা আসে
যে ব্যক্তি অন্ধকে হাত ধরে পার করান রাস্তা
অন্ধ সেই ব্যাক্তির উপর সম্পূর্ণ করে আস্তা
ঈশ্বর কি পারেন না পারেন এ বিচার না করে
কায়মনোবাক্যে যদি ঈশ্বরের উপর নির্ভরে
শিশুর মতো ঘোর বিপদেও সে নির্ভয়ে হাসবে
জীবনে সুখ দুঃখ যন্ত্রনা সমান ভাবে দেখবে
কিছুক্ষনের আসা হয় পৃথিবীতে করতে খেলা
মনের শরণাগত অবস্থায় নিশ্চিন্তে যাবে বেলা।।