আকাশ ঘিরে মেঘের ঘনঘটা ৷
        মুষলধারায় বৃষ্টি নেমেছে ৷৷
  তিন শিশু জড় হয়েছে এখানে,
              আচ্ছাদনের নীচে
                বাহিরে দুর্যোগ ৷৷
কাছে একখানে চুল্লিতে আগুন জ্বলছে,
                এখনোও জ্বলছে ৷
       তিনটি পেটেও আগুন জ্বলছে,
   আগুনের উপরে হাঁড়িতে জল ফুটছে ৷৷
                  এখনোও ফুটছে,
  তিন জোড়া চোখ এখনোও চেয়ে আছে ৷
                    আগুনের দিকে,
    বৃষ্টিতে আগুন নিভে নিভে আসচ্ছে,
                      ভাত হওয়া বন্ধ,
    অভুক্ত তিন জোড়া চোখ চেয়ে আছে ৷
                       বাহিরে দুর্যোগ ৷৷
  ঝড় থামলো আগুন জ্বললো ভাত ফুটচ্ছে,
         আশায় জ্বললো তিন জোড়া চোখ ৷
                         ভাত তৈরী হল,
              শান্ত হলো তিন জোড়া চোখ ৷৷