গোলমেলে মোটেও নয়, সমাজে চাই ক্ষমতা।
সক্ষমতার লায়েক হতে ঠুকাঠুকি-বকাবকি,
ঘুষাঘুষি-তেলাতেলি, লাগাও হাততালি।


গাড়িতে পতাকা চাই, পাকড়াও ক্ষমতা চাই।
পারমিট চাই, আমার রেশন চাই,
যেভাবে ভিক্ষে গিলেছে বাপদাদা।
লাইনে কিসের আইন, আগে আগে যাই,
রিলিফের লাইন, ভুলিনি ফ্যামিন,
ডিএনের তারে এখনো মূর্তমান জয়নুলের ছবি।
রিলিফের কায়দা ভালোই জানি।
সদ্য নিয়েছি টিকা, আরও রিলিফ আসবে,
ধান-পাট হাসবে, আমজনতা হাসবে।


কুস্তি যদি করি আমরা বাংগাল,
সমতল পলিতে পেড়িকাঁদায় পড়িমরি।
এই সমতলে পাহাড় নেই আছে কিছু টিলা।
সমতলেই কাঁদো, সমতলেই ফাঁদো।


গাছ-গাছড়ার হেকিমেরা গেলো কোথায়!
ঢাকেশ্বরী জ্ঞান মন্দিরের পুরোহিতগন কোথায়!
আবারও ফিরে যাই চলো, ডিএনের তারে।।


নড়াইল, ৩রা জুলাই ২০২১