মাথায় করে কাজ;
একটু হাতালে- হাতিয়ার সোজা।
পা বাড়ালে- শুধুই ঝামেলা!


মাথায় করে কাজ;
স্পর্শের স্বভাব- চলবে অনুভব,
অনুভূতি ঢিলে- নিছে চিলে!


গাছ কেটে- পা থেমে;
'জয় শ্রীচরণ ভরসা'- নেই আশা!
স্বাধীনতা কই- চ্যাটে চ্যাটে সই;
আছে মাথা তাইতো আছে কথা।


আছে হাত-মাথা; ইশারা ইথারে অনুভবে ঘুরে।।


কৃতজ্ঞতা: জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রম্য গান, "শ্রীচরণ ভরসা"।


২৭শে মে ২০২৩