আলোর দিন ধরে, চন্দ্রের মাস ধরে
সংযমে সর পড়ে;
ভেসে থাকে সমর্পণে চমচম প্রেম ও বিশ্বাসে ছানা ননি।
পাশাপাশি, মহাসমারোহে
'চলিতেছে' প্রেক্ষাগৃহে-
গায়ে হিম ধরা ছিম ছিম, ভৌতিক আরব্য রজনী।
দাঁতাল চেহারায় খিটমিটিয়ে চাহে,
জনপদে ঢেউ তুলে কানাকানি,
আঁধারে ছড়াতে চায় নখর কাহিনী,
কোনো এক ঘরপোড়া রাক্ষুসে রানী।
এপারে রাতভর ইবাদাতের মহড়াতে-
কুকুরের নেই দখলী কুরু।
উষ্ণ বসন্তে বুড়িগঙ্গার নাক সিঁটকানো বাংলার বায়ু
মৌসুমি ঝাড়ুর বাড়ি তে-
মহল্লার সীমানায় ওপারেতে;
এবং আজতক 'চলিতেছে' মেঘ ডাকা গুরুগুরু।
১৩ই মার্চ ২০২৫