শিল্প নয় স্বনির্ভর,
কৃষি কি স্বনির্ভর।
যদিও আছে কৃষক কারিগর; তারা অতি বলবান।
কারণ, একদা তাদের শিল্পী ছিলেন লাল মিয়া-সুলতান!


সব আছে, বৈকালে কল নেই।
কাঁচামাল নেই।
কড়ি আছে, দোকানী নেই।
দোকানী আছে, আহা খদ্দের যে নেই!


সূতা আছে-
টান পড়েনি কলে।
গ্যাসের ভালোবাসা নেই দমের কলে।
ভালোবাসতে হলে তাই, ফিরে যাই হাতকলে!
ভালোবাসাতে যদি থাকে লজ্জা,
জনপদে আপদে, আবার জুড়িবো- কলকব্জা।


আবারও ফুটবে হাসি ;
আসছে বসন্ত, খুঁজে খুঁজে বাসন্তীরে ভালোবাসি।
যেমন, রংপুরে হঠাৎ করেই আলুতে পোকা নাই।
বিশ্বের হাটে, নতুন স্লোগান ফাটেঃ
আলু চাই ;
আলু চাই আলু, রাশিয়ার আলুতে বালু!!


নড়াইল, ৬ই ফেব্রুয়ারি ২০২২