আমার কোনো চাহিদা নেই,
কারণ মনের সাগরে দোলা নেই।


আমার তো কোনো স্বপ্ন নেই,
কারণ কোনো কর্ম দিবসের ঘাম
বা অপ্রাপ্তি স্বপ্ন জাগাতে পারে না।


ঘুর্নায়মান স্বপ্নের ভেতরে আছি,
যেখানে আলাদিনের সাথে দেখা হয়।


আমি অস্থিরভাবে স্থির- শান্ত,
সেই অস্থির সাগরের ভয়ে।


কখন যে সে ফুসে উঠে,
সাপুড়ের খোপ থেকে যেমন,
ফোঁস করে বিমূর্ত হয় বিদ্রোহী গোখরো।


ভালো থাকি, আছি, সাপুড়ের খোপ বন্দী।
কোনো দোলা নেই, অনুভূতি নেই,
পিপাসা নেই, চাহিদা নেই।


ঢাকা, ২৭শে জুন ২০২১