আমি দৌড়ে আছি।
বাসা থেকে হাসপাতাল, ভালো থেকো মা।
যুদ্ধ করেই বাঁচতে হবে
চার চাকা পৌছে দেয় পদ্মার ওপার।
আমি দৌড়ে আছি, 'আমি এক যাযাবর'।
ভূপেন হাজারিকার খুব পছন্দের গান-
গায়ে বসে গেছে, নিয়তি টেনে নিছে,
পা শপথ নিছে।
আমি দৌড়ে আছি- শাহাবুদ্দিনের চিত্রকলায়,
ক্যাডেট কলেজের ক্রস কান্ট্রি,
নাট্যমঞ্চে- নতুন ড্রেসে নতুন রোলে,
গল্লামারির নদী বিলে-খালে,
বল্লা বা ভোমরার তাড়ায় অথবা জীবিকার তাড়ায়,
বা সভ্য স্রোতের তোড়ে-
আমি আছি দৌড়ে!


দৌড়ে, একা না যে যার ট্রাকে
মহান দৌড়ে, নিজের দৌড়ে।।


ঢাকা থেকে নড়াইল যাত্রা পথে, ২৪ শে সেপ্টেম্বর ২০২০