আমিই বাংলা, এ দেশ আমার


রাজনীতি যদি খেলা হয়
আমি দর্শক


শাসক যদি হয় অত্যাচারী
আমি সংগ্রামী


যে কোনো বিজয়, যদি হয় নির্মোহ
সে আমারই জয়


যারা ক্ষতি করে, যা কিছু অবক্ষয়
সে যে আমারই দায়


শিশুর ফুলেল হাসি, জ্যেষ্ঠের দোয়া, শস্যের ক্ষেত-
যতই মারো বেত
খবরদার! আমিই পাহারাদার


আসো ইবনে বতুতা
আসো ভিনদেশী, লও শিউলির সুরভী
তার বেশি কিছু নয়


যাদের কন্ঠ ক্ষীন
বোবা খোঁজা আমার দায়
যেভাবে খুঁজি সংগীত একতারাতে বা সেতারে


যারা অভুক্ত, যারা অসহায়
বিষাক্ত নিঃশ্বাস, দম্ভের যতো পাপ- আমার দায়


সন্তান যদি মুর্খ হয়, আমার দায়-
দেখাবো আলো


সব দূর্বৃত্ততা আমার ক্লান্তি, আমার দায়-
জ্বালাবো আলো


এ দেশ আমার, এ মাটি আমার
আমার কোটি কোষে বাংলার স্পন্দন


হে প্রভু, এ মাটিতেই করো লয়
শোধ যদি দিতে পারি, আমার দায়।।


নড়াইল, ১৬ই ডিসেম্বর ২০২১