১.
অভাবের স্বভাবে মানুষ কি ভাবে
কিভাবে হাতরায়, হামাগুড়ি দেয়।
মান বাঁচাতে, ঠান্ডা বাঁচাতে, প্রাণ বাঁচাতে
গরম জ্যাকেট চায়।।


২.
আবার এসেছে মরুপুত, না তারা নবদূত,
যপে নব মন্ত্রপূত,
বেঁচে চলে যা আছে পবিত্র-পূত,
ভয় নেই, নিজেরাই তারা যমদূত।।


৩.
আমরাই গড়ি কালী-দূর্গা,
ধরি অসুরের গলা।
চলবে তাই চলবে ভাই যোগ-বিয়োগ,
বিনিময়ের ছলাকলা।।


ঢাকা, ২রা অক্টোবর ২০২১