অগভীরে-সুগভীরে পানি চলে;
যেভাবে প্রাণ চলে-
মনের বলে অলিতে-গলিতে শিরায় শিরায়।
না নিলে পাঠ, ধ্বসে পড়ে ধর্মের ঘট-
যোগীর আস্তানায়, যোশি'র মঠ;
সে-তো ঐতিহ্যেরই পাঠ।


কারিগর উলংগ-  ভূতলে সুড়ংগ কাটে।
প্রাণ হরি সে,
কারে খোঁচা মারে গতরে! কারে, পান করে সভ্যতা!
অসভ্যতা-অশিক্ষায় ডিগবাজিতে কর্ম সব-
লুটোপুটি আড়ে বেড়ে, লেজেগোবরে।
এবং গোত্তায় গোত্তায় আত্মাগুলো কোথায় কোথায় যেনতেন লাপাত্তা।।


১৫ই জানুয়ারি ২০২৩


প্রেক্ষাপটঃ ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠ শহরের একটা বড় অংশ সম্পূর্ণভাবে ধসে যেতে পারে। কিছুটা দূরে তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, তারজন্য একটা ১২ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ কাটতে গিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, যার ফলে জোশীমঠের নীচে থাকা কোনও জলপ্রবাহ ফেটে গেছে বলে ভূ-বিজ্ঞানীরা মনে করছেন।