কোথায় গেলি বাপ,
টিভি'টা ছাড়। কোথায় তোর মা,
আজকের পেপারটা খুঁজে পাচ্ছি না।
দেখি বিবিসি'তে কোনো খবর আছে কিনা।
আমি কী কানা না কালা, শুধু শুনি ঘড়ঘড়,
মেয়েটা গেলো কই-  কখন আসবে ওর বর।


বেয়াদব ড্রাইভার, ব্যাটারিতে নেই চার্জ;
তুই ব্যাটা মর। বেয়াকুব, শুধুই চেঁচায় স্বরাজ-স্বরাজ!
ধ্যাত শালা! মোবাইল খুললেই উড়ে আসে মরা;
আমি কী ওদের ভাগাড়ের জ্বরা!


জামাই কী খবর আনে; কথা কইবা কম।
ইলিশের খবর কী- চলছে বোধহয় গোণ।


এই যে দিলাম বাদাম,
যদি কেউ না দেয় সালাম।
কে চাপে বোতাম, লাগাও বোতাম;
জামাইয়ের লগে একদম কথা ক'বা কম।।


নড়াইল, ২৫শে সেপ্টেম্বর ২০২২