উৎসর্গঃ বগুড়ার কঠোর জীবন সংগ্রামী শারীরিক প্রতিবন্ধী জান্নাতুল ফেরদৌস মহুয়া।


বাঁচতে চায় মহুয়া
খোদার আশিষে সারথি-  সংগ্রামী মা
চেতনার আলো জাগায় ইচ্ছা
চলছে চাকা, কি আস্পর্ধায়।


হুইলচেয়ারের পরিধি মাড়ায়-  বিশ্ব পরিধি।
খট খট খট, পড়ে' সুঁই- ভরসায় নিজের ঘট।
বুননে ঢাকে লজ্জার বসন; না থাক বাবার লাঠি!
মেধাই তার খুঁটি।
বেঁচে থাকে ফুল-  মহুয়া
ছড়িয়ে সুগন্ধি, বিশ্ব তার পরিধি।।


নড়াইল থেকে ঢাকা যাত্রা পথে,
শুক্রবার, ৩রা ডিসেম্বর ২০২১


প্রেক্ষাপটঃ জন্ম থেকেই শারিরীক প্রতিবন্ধী ও পিতৃহীন  বগুড়ার জান্নাতুল ফেরদৌস মহুয়া। তিনি সংগ্রামী, যেমন তার পরিবারের অন্যান্য সদস্যগন। অনলাইনে, আরো কর্মী নিয়ে, বাংলার ঐতিহ্য সেলাইয়ের কাজ ও ব্যবসা করেন।