বেড়ি দিয়ে বাঁধ, পরাণের বাঁধ।
আম্ফান-ইয়াস-আসানি নিয়ে আসে বান,
ঢুকে পড়ে গরমে নোনাপানি,
ডুবলে ঘর কয়রা-আশাশুনি,
কোথা রাহি প্রাণ, হাঁস-মুরগী-গাই-পোলাপান,
কে নামাবে পোল্ডারে, বোল্ডারে হাত যে টলে,
খোদার আরশে জানি আলো ঝলমলে,
বাঘে-হরিণে থাহে এক চালে দয়ালের ইশারায়।
প্রান্তিকে বাস মাঁচায় সেঁদিলে, কে নামাবে হায়।
লাংগলের ফলা নিবে কিষাণের গলা,
ওরে পরাণের বাঁধ, বেড়ি দিয়ে বাঁধ।।


নড়াইল, ৯ই মে ২০২২