সোনার পিছ ছেড়ে ডলারের পিছে পড়ে
টাকা চলে কড়িতে, কিনতে পারিনি ধানচাল 
ভেসে গেলো জলে গঞ্জের সুনাম ডুবলো সমতল 
শ্রীহট্ট কিবা নাম, টিলাগুলো মহিষের মতো চলে


ঘরে চাল-চুলো না জ্বলুক-
মহাজন এসে বলুক
উঠো নৌকায় ভাটিতে যাবো পাল্লায়
দুর্ভিক্ষের মহামারি, দৌড়ে শয়তান ঘুরে
ছড়িয়ে পরার আগে-  পৌছে যাবো সব মহল্লায়
বড় সেতু হলে পার
কড়ি দিয়ে কিনি ভাগের সম্পদ যার যার।।


ঢাকা, ২৬শে মে ২০২২


প্রেক্ষাপটঃ মে ২০২২। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা, সারি, লুভা, ধলাই,  কুশিয়ারা নদীর উজানের পানি নামতে থাকায় সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ অঞ্চলে অভাবিত দীর্ঘ মেয়াদে ব্যপক বন্যা সৃষ্টি হয়। আটকে পড়া মানুষেরা বাঁচার সংগ্রামে দিনের পর দিন কাটায়। করোনা মহামারি সংকটের ক্ষত না শুকোতেই দেশের নতুন অর্থনৈতিক সংকট এর আঁচ দৃশ্যমান।