খুদ কুঁড়োতে ঝাড়ো কুলো-
পকেটে চুলো, সেই তো বলাবলি!
যেভাবে বাতাসে ভাসে ধূলো-
করো না চুলোচুলি! পকেটে রেখো না ধূলো!


শীতের কুয়াশায়-  সবই ধোঁয়াশা-ধূসর।
গ্যাস চাইলে- চিবাও ধলা মুলো!
অথবা থাকো, বৃষ্টির অপেক্ষায়-
'ধন ধান্য পুষ্পে ভরা..'- আবারও বাজে যদি সেই সুর!


১৬ই জানুয়ারি ২০২৩


কৃতজ্ঞতা স্বীকারঃ বাংলার বরেণ্য সাহিত্যিক দ্বিজেন্দ্রলাল রায়ের কালজয়ী সংগীত "ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা"।