কুয়াশা সরে যাবার আগেই ছেড়ে যাবো মায়া।
বন্ধুরা, ঘুম থেকে উঠো- পেছনে থাক কায়া!
জলদি উঠো-
বেড়ে যাবে মায়া, বিদায় খেজুরের ঠিলে ভরা মায়া!


এই মাঠ আবারও ফিরুক-  নিত্যদিনের ছন্দে,
আবারও ফিরুক- কাঠবিড়ালি শিশু শাখার স্কন্ধে।
ঘড়ঘড় ট্রলির চাকা ঠেলে,
ছন্দ পতনের ব্যাজার মুখগুলো যে যার চার চাকার দিকে-
চলবে চাকা অনন্ত,
পৃথিবীর কত না গলিতে; চলুক বুক ভরা মায়া, মহাকালের পথে...


সকাল সাতটা, ঝিনাইদহ, ২৯শে জানুয়ারি ২০২৩


পটভূমি: শিক্ষা প্রতিষ্ঠানের তিনদিনের রি-ইউনিয়ন শেষে ফেরার ক্ষণ।