বেঁধে নিয়ে ভালোবাসার হৃদয় তরী
অথবা আহ্লাদের বাঁধাতে পড়ে ছুটে যাই
আজ ঘুরতে চাই মথুরা বৃন্দাবন
যেমন বাংলার ইলিশ ছোটে।


ভালোবাসার প্রতিযোগিতায় ঠেলা খেতে খেতে
উপসে পড়ে হাফসে গেলে
বা ফসকে পড়ার আগে গরমে
শতশত কোটি দীপ্তিমান প্রদীপের দমফাটা গরমের প্রেমে
চুপসে গেলে
চলো ঘরে ফিরি
সুমন,
হয়েছে দেওয়া-নেওয়া আমাদের মন।।


বৃন্দাবন, উত্তর প্রদেশ, ২৪শে জুলাই ২০২২