কামান দাগবে ধোঁয়াশায়, ছিটাও জল-
ধূলিকণা ধরাশায়ী; ছাড় কল-
ভরসায়, দিল্লি'কা লাড্ডুর আশায়।
কোন জল-  ধলা জল! অনুজীব যদি হয় বান্ধবী,
ফেল না আঁখি জল!
তারপর লোকে গাও গীতি, "আল্লা মেঘ দে..পানি দে.."
বাঁধ ছেড়ে দে! কাঁধ ছেড়ে দে!
'বন্ধন' চলছে 'রাখী'।।


১১ই জানুয়ারি ২০২৩


প্রেক্ষাপটঃ বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য দিল্লি শহরে বর্তমানে দিল্লি সরকার রাস্তায় জল ছিটানোর জন্য বিশেষায়িত পানিকল ব্যবহার করছে।


কৃতজ্ঞতা স্বীকারঃ বাংলা পল্লীগীতির সুরসম্রাট শিল্পী আব্বাস উদ্দীন আহমদের "আল্লাহ মেঘ দে; পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে।"