বৃষ্টির জলে নেমে
মাটিতে এসে বুঝেছি আমি
কাদার সাথে আর কাদের সাথে
পথচলা কথা বলা।


লোনা জলে
বোকা আর বোবাদের বসবাস
এমনই হলে বিশ্বাস গৃহত্যাগী হই
সমাজকে করে অবহেলা।


দূরন্ত আমি দূরন্ত গতিতে
ছুটে যাই মেঘের সমাজে
পাখা উড়িয়ে উড়ে উড়ে চলি
টপাটপ ডিংগিয়ে চলি কত মেঘ
সামর্থ্যের আনন্দে ভাসি
দেখিনা কতটা উপর ভাসা যায় প্রতিযোগিতায়।


দেহ হলো ভারী যৌবনা
মন হলো ভারী, তাতেই ঠুকাঠুকি
অনিবার্য লড়াই
শত গর্জনে ভীষণ যুদ্ধে
রক্তের স্রোতে
অনিবার্য তেজহীন লেজহীন ফলাফলে
মাটি আর কাদাতে ফের মাখামাখি।


যা আছে নুন আসেপাশে যতো
থলে ভরে ছুটে চলি
অবজ্ঞা নয়
যদি দিতে পারি কিছু
দিতে যদি পারি নোনার উপহার মাথানত করে
আমাদের পরম লোনা সাগরে।।


নড়াইল, ৫ই এপ্রিল ২০২১