কচি পাতায় ঝিলিক দিলো
এ কোন আলো রে
দুধের শিশু হাসি দিলো
হায় এ কোন আলো


কোটরের চোখ ঝিলিক দিলো
এ কোন আলো রে


ক্ষুধার মুখে সুধা দিলো
ল্যাংড়ার হাতে লাঠি দিলো
ন্যাংটা গায়ে কাপড় দিলো
ঘর বানিয়ে ছাতা দিলো


আমি খুঁজি সেই আলো রে


গানের মাঝে খুঁজি তারে
রবির করে খুঁজি তারে
পাড়ায় পাড়ায় খুঁজি তারে
সাগর পানে খুঁজি তারে
মেঘের মাঝে খুঁজি তারে


খুঁজে খুঁজে হলে সারা
পেলাম তারে অবশেষে
সেই আলোর ঝলক
মানুষের মাঝে
আমিও মানুষ।


চোখের তারায় ব্যাকুল আমি
ভালোবাসাই চোখের তারায়
খোদার প্রেমই চোখের তারায়


নাই দ্বিধা নেই আর।।


নড়াইল, ৪ঠা মার্চ ২০২১