এবারই হবে শেষ অনুষ্ঠান।
ভেকু নিয়ে প্রস্তুত ঠিকাদার!
মুহূর্তে বদলে দিবে তারা- শব চলে গেছে সব গৃহস্থরা!


কোনো মনুষ্য নেই তল্লাটে!
শ্রোতা নেই, আমি একলা বাউল।
সাপ-বেজি দর্শক বিবাদ ভুলে; হাজির বিসর্জন অনুষ্ঠানে।


অশ্বত্থ গাছটার ছায়ার মায়ায়-
একতারায় তুলেছি শেষ ঝংকার ;
শত ধাতবের লাফালাফি আর মাখামাখিতে গাইব ফের-


শত বাদ্যের আর আলোকচ্ছটায়
উদ্বোধনী কনসার্টে বাজবে-
মুহুর্মুহু তালির ব্যঞ্জনায়, বাস্তুহারাদের যন্ত্রণার সুর!!


নড়াইল, শুক্রবার, ২৬শে ফেব্রুয়ারী ২০২১