কাঁদছে বাংলা মা,
'যাদু ফিরে আয়' ঘুঘুর বিষাদময় ডাকে।
নিস্তব্ধ দুপুরে হাহাকার,
কেনো বুকে বেদনার ঝংকার!


ফিরে আয় বুকে, খোকা সোনা, সংগ্রাম তোর থামবে না।
যতটুকু আছে মোর মমতা, দোয়েল-শালিকের ভালোবাসা,
কাশবনে শোভিত তাই।
যতটুকু আছে সম্পদ, মন্থর পাতিহাঁস হেঁটে চলে হেলেদুলে,
ছটফটে চিংড়ি-চেলা-পুঁটি উঠে জালে, চঞ্চলা জলে,
না হোক জানাজানি, কচি সে ডাবের পানি,
আঁচলের প্রান্তে মুছে ফেল চোখের পানি,
বাপ-দাদার রক্তের তেজে, ধর, লাংগলের ফলা ফের সোজা,
আয় খোকা, আমার বুক চিপে তোর কাঁদন থামাই,
আমার আঁচলে ফিরে আয়,
ফিরে আয় মাতাল তাল-সোঁদা গন্ধে, বাহারী ফুল-পাতায়, 
ফিরে আয় যাদু, ফুলে আছি গাংএ, এখনো তরতাজা।।


নড়াইল, ৮ই আগস্ট ২০২২