প্রাণ চায়, প্রাণে চায়- শকুনি মামার মন-প্রাণ।
অভাবের টান, আহা, শ্বাস করে আনচান;
দুর্ভিক্ষ টেনে আন! প্রপিতাকে স্মরণ;
নাস্তায় কিভাবে নাশকতা বেছে বেছে গলদকরণ!


অভাবে'র সন্ত্রাসে কলেমার দল এখনো হাসে!
চরে চরে ভাসমান-  পকেটে ঈমান;
কুলো হাতে গোলাপি'র গতরে, আমি নই বেঈমান-শয়তান!
উর্ধ্বে বায়ু-আসমান, সেখানে কে হাসে!


আহার দাও অফুরান, হে স্বয়ম্ভু, মেহেরবান!
রক্ষা করো,
অমর করো, আমার চাষকরা রাজমান!
নিতান্তই আছি খেদমতে- দুনিয়ার যত ঝকমকে মেহমান।
আমিই বাজনা, আমিই বাজাবো!
আমিই সাজাবো-  বাংলার গোলাপি'র সাজন!
কেন বলে মোরে কলেমার লোকে,
শকুনি মামার আহ্বান।


৮ই জানুয়ারি ২০২৩


কৃতজ্ঞতা স্বীকারঃ বাংলাদেশের খ্যাতিমান পরিচালক, প্রযোজক আমজাদ হোসেনের জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র "গোলাপি এখন ট্রেনে "।