বায়ান্ন শোকেসে হঠাৎই ফিরে বাইশে;
চাচা চেতে বলে ভাইপো-
বিদেশ যাবে কেনো;
একি হলো ভাইজান, উল্টো রথের টান!
মায়ের সাথে ধ্বনি তোলো মায়ার বাক্যালাপ;
ভাষার সাথে থাক। বোনের সাথে থাক।


বলো বউ, নেড়ি কুকুরের ঘেউ, কেনো বুঝিনি।
ঢেলে গোসলের পানি, করো সাফ-  বাংলার অভিশাপ।
কোষে কোষে জমে আছে যেনো মোর ক্লান্তির কাথ্‌।
ওরে প্রাণের জ্ঞাতি ভাই, মাথা কুটে খাই।
অশুচি আমি রুচির শেফালী দেখবার চাই-
ইলিশ রূপালী রাঁধিব যতন, চাখবার চাই।।
'হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন.."


কৃতজ্ঞতা : মহাত্মা মধুকবি মধুসূদন দত্ত


নড়াইল, ৩রা ফেব্রুয়ারি ২০২২