অতিশয় আশা নয়, দুই হাজার তেইশে।
অতি লোভ নয়, চলতে চলো গড়িয়ে
বলের মতো, ঠিক পেলে'র মতো
যেখানে আরো প্লেয়ার- সময় আর সুযোগ।
তবে তোমাকে আমাকে,
বাঁচাতে পারে নতুন কলা- নতুন সৃষ্টি, নতুন ধারা।
যদি তার মূলে থাকে বন্ধুত্ব ও ভালবাসা ;
হাতে হাত ধরে চলা। গায়ে গায়ে একসাথে চলা।
ভালবাসার কথা বলা।
যাতে অসুখ-বিসুখ বিপদের অনাবৃষ্টি-
কম ভেজাতে পারে।।


ঢাকা, ১ লা জানুয়ারি ২০২৩