চারদিকে জট, দিনে দিনে জটা বাড়ছে
বদ্বীপতটে নাব্যতায় পলির জট আঁটছে।


পারস্পরিক সম্পর্কে পরিবারে জট
রাজনীতিতে সুবিধা আর ব্যবসার জট
অর্থনীতিতে ভোগ ও দেওলিয়াত্বের জট
পররাষ্ট্রে পূব-পশ্চিমের রেসিং এর জট
পাঠশালাতে নৈর্ব্যক্তিক আর কোচিং এর জট
সংস্কৃতি আর শিক্ষানীতিতে ধর্মের জট।


জীণ দাপটে কৃষিতে সার-বীজের জট
নতুন পোকা লবন-পানি-বাতাসে জট
ইলেকট্রনিকস ভীড়ে তড়িৎ-চুম্বকের জট
আকাশ যমীন জলে মিলে তরংগের জট।


আরো আছে নগর রাজপথেতে যানজট
কোলাহল জট, নগর পানিচক্রে জট-


টকশোতে জট, রেল-বাসে জট- সবখানে জট।।


কৃতজ্ঞতা স্বীকারঃ কবি আসাদ চৌধুরীর 'সত্য ফেরারী' কবিতায় অনুপ্রাণিত হয়ে ডিসেম্বর ২০১১ তে লেখা।