সত্য-মিথ্যা যায় না চেনা শুদ্ধ।
সময়ের ফাঁকি,
নিয়ম করে শান্তি ঢেকে রাখে যুদ্ধ, আবাসি- অনাবাসী মহাজন।
নির্বাক তার গর্জন, শুধু শুনি আর্তচিৎকার- ভয়ার্ত দুঃস্থজন।


টাকার লোলুপ থাবার তোড়ে,
তিনশত ষাট দিগবিদিক দৌড়ে, বাবা ডাকো কারে।


যাবে কোন ঘাট।


কোন বাবা যোগাবে-শিখাবে তোরে, পরিসেবা পাঠ।
দীপ জ্বেলে জোনাকি টিপটিপ- ঢিবঢিব আছে তো প্রাণ, রাতের আঁধারে।


পরাভূত পিতা, কেঁটে যায় ফিতা দানবীয় দোকানী,
ধীরে ধীরে গিলে সুতা, কব্জার বাজারে-
অক্ষয় জালপিতা। রয়ে যায়, নতুন ধরণী!
ফিরে আসি ক্রীতদাস-দাসী,
ফিরে আসি আমি, অসহায় এক পিতা।।


নড়াইল, ২২শে জুন ২০২২