দাঁড়িয়ে কাকতাড়ুয়া ।
বিকেলের সোনা রোদে পেট ভরে, ঘুঘুরা ঘু ঘু ডাকে।
ক্ষেতিরা ফসলের সৌরভে হাওয়া, কোথায় যেন পাঁকে-
নতুন সংসার; নতুন আগমন সংবাদ।
মাহফিলের দাওয়াতে অনবরত কানে বাজে,
একটি সংবাদ।


গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি - ওরে গাড়োয়াল,
টান তাড়াতাড়ি,
দিস না কোনো অজুহাত।


ধান দিয়ে নিবো-  হাত মোজা, কান টুপি,
আমি যে গৃহস্ত,
ধান খেয়ে যা চড়ুই-ঘুঘুরা , কাকতাড়ুয়ার নেই যে টুপি!


নড়াইল, ২রা ডিসেম্বর ২০২২