শান্তির দাস, শ্রী ভুবন
বিশ্রী সমাজে অলিগলি করে ছাপ
অবসরে একদিন ঝাড়ু নিয়ে-  খু-উ-ব ভোরে
ঝেড়ে চলেছেন নোংরা, সকালের কইতরের সাথে
পনেরো বছর ধরে চলেছে হাত,
শান্তির ডাক, বাক-বাকুম
সবই তাঁর হুকুম, যেমন, পথের রাজা সে এখন।


ঢাকা, ৩০শে ডিসেম্বর ২০২২


প্রেক্ষাপটঃ রাজবাড়ী জেলা সদর নিবাসী এক মহান স্বেচ্ছাসেবক শান্তি ভুবন দাস। সরকারি চাকুরির অবসরের পর গত পনেরো বছর, স্বেচ্ছাশ্রম দিয়ে বাসার সামনের প্রায় এক কিলোমিটার রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখছেন।