আমি আনন্দ চাই,
উপভোগের আনন্দ চাই,
সেটা বিলাসিতা হলেই বা কি।


রুমের বাতি জ্বালানো থাক না,
কারণ, এটা আমার বিলাসিতা।


পানির কল বা
চূলোর গ্যাস নিয়ন্ত্রণ,
চূলোয় যাক এমন প্রেষণা,
কারণ, এটা আমার বিলাসিতা।


কে মরতে চায়, বলো।
এখনো নাম উঠেনি যাদের
করোনার রোজনামচায়,
সম্ভোগের বা বিয়োগের হিসেবটা তাই-
করে নিতে চাই,
এটাও কি আমার বিলাসিতা।


অনেক বিলাসিতা ছাড়া যায়,
তবে মানুষ হিসেবে
কিছু বিলাসিতার আবদার,
যেমন, প্রয়োজন ছাড়াই শীতাতপ,
কারণ, আমি ঠান্ডায়
গরম কফি খেতে চাই।।


নড়াইল, ৭ই এপ্রিল ২০২১