কতো আলো, কতো আলো,
ভরেছো আকাশে।
আমাদের আকাশে শুধু-
আলোকিত আলো।


কতো আওয়াজে বিশ্বময়,
স্নিগ্ধতার ব্যঞ্জনায়,
বাজে শুধু প্রেমের কথা,
কবিতার সদালাপ।


সুরের সুরায় মেতে মেতে,
উপভোগ করি তাপ।
ক্ষমা চাই, পারি না নিতে,
প্রভু, বঞ্চনার তাপ।


মানবীয় দানবীয়-
যুগে যুগে ঘৃণা,
ধ্বংস শিখায় পাঠাগার ছাই,
ভালোবাসা হয় ছাই।


নিষ্ঠুর ইতিহাস বিকোয়,
পাতা ভরে শত,
কতো চেংগিস করেছে লয়-
জনপদ নিশ্চিহ্ন।


মুখে প্রতিযোগি হাসি,
দানবেরা হাসে।
ভালোবাসা হলো বাসি,
লজ্জা নির্বাসনে।


গাছ পাখি কবুতর জাগো,
ফিরে আয় আঁচলে,
ব্যাজার নাখোশ খোদা, মা গো,
মানুষেরা আয় ফিরে।। 


নড়াইল, শুক্রবার,
২২ শে জুলাই ২০২১