গরীব-গুর্বো পেতে হবে, তাদের দেবো।
কর ওয়ালাদের মানতে হবে, জানতে চায়-
টাকা তুলো।
পড়শীরা সব নরম-শরম, করবো গরম; চাইলে পারো-
চেহারা আমার খারাপ নয়।
আমি তো আছি, সাথে আছে- তাল মেলাতে সং-বেহারা।
বাংলার চাল, বাংলার কাল কর্ষণে-
ধেড়ে টাকার বর্ষনে-
বউপোলাপান গেছে আমার শীত-নির্বাসনে!
আবার আসিবে ফিরে-
'ধানসিঁড়িটির তীরে', আগামী নির্বাচনে।


ওহে, ব্যাংকের অলি, করো কেনো হায় হায়!
দেখে কানাগলি, চালাচালি,
ছেপেছো পাতা- কতো বলাবলি; আর আমি বলি-
'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে. মোরে আরো আরো আরো দাও'!


ঢাকা, ৫ই জানুয়ারি ২০২৩


কৃতজ্ঞতা স্বীকারঃ বাংলার বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশ।