স্বাদের ফল আমার
খেয়ে যাবে বা যাবে বিনষ্টে।
মাছি তাড়াবোই।
যথারীতি ওঁই বুদ্ধের দ্বন্দ্বে-
জীবে করি দয়া-  খুলে দরজা;
প্রশস্তই বটে।
তাড়াতে হয়েছি হন্য-  দেখি হায়;
বহু মাছি অনাকাংখিত।
এ কেমন শুদ্ধ!
কয়ে যা বুদ্ধ।


নড়াইল, ১৬ই জুন ২০২১