হাই রাইজ ভবনের আটতলা থেকে-
হরাইজনের দিকে চাই।
চমৎকার রং আর গড়নের ভবনগুলো
কি চমৎকার বিন্যাসে মাথা উঁচিয়ে;
স্বীকার করে নেই,
আমাদের আর্কিটেক্টরা নান্দনিক ডিজাইন করতে পারে।


দক্ষিণ বেলকনিতে সকালের রোদ। বাহ! কি মজার রোদ
এবারই বিশ্বাস হলো,
রোদ লাগালে ভিটামিন-ডি মেলে।


বিকেলের রোদ,
ক্রিসপি এবং নরম পিঠার ওপর মিষ্টির প্রলেপ,
আমার মেয়ের খুব পছন্দ;
সেলফি, ক্যামেরায় ক্লিক।
বা তার ক্যানভাসে মূর্ত
অট্টালিকার বাগানে অপুর্ব আলোচ্ছটা।


আকাশ পরিষ্কার থাকলে-
পূর্নিমাকে এতো সুন্দর লাগে!
এই মোহনীয় আলো,
মাঝ এপ্রিলে নাতিশীতোষ্ণ ভাব,-
নিশ্চয়ই আমার মতো অনেককে ভাবাচ্ছে
কেন ইতিহাসের শাসকেরা
ঢাকায় গাড়লো রাজধানী।


আমি ভাবতে চাই না-
এ শহর এখন
অদৃশ্য দানবের দখলে ভয়াল মৃত্যুপুরী।
দীর্ঘ কোয়ারেন্টাইনে গৃহবন্দী,
না কাটা শুভ্র দাড়ি,
মনটাও ধোলাই হয়েছে নিশ্চয়।


এতদিন পচা বলা
রাজধানী ঢাকার, যুতসই বন্দনা করতেই হবে ;
এ কি আমাদের দায়!


১৭ই এপ্রিল ২০২০, ঢাকা


প্রেক্ষাপটঃ করোনা মহামারির প্রথম ভাগ, রাজধানী ঢাকা। তীব্র আতংক ; কঠোর লকডাউন।