এসো বন্ধু বেড়াতে এসো, খাগড়াছড়ির বনে
এখানে শাল-গামারীর বাস
সাথে কচু-হলুদের চাষ
বেড়াব মোরা বনবিহারে রিসাং ঝর্না কোণে
এসো বন্ধু বেড়াতে এসো, খাগড়াছড়ির বনে


বাতি ফানুস আঁধার ফুঁড়ে, সাজায় আকাশ সেটে (২)
কী দারুণ দেখবে তুমি (২)
শরত হাওয়া মনকে চুমি
ডাহুক নাচে মিলন ডাকে ডোবা পুকুর তটে
এসো বন্ধু বেড়াতে এসো, খাগড়াছড়ির বনে


মাছরাঙা সব মাটিরাংয়ায় হাট করেছে বেশ (২)
টিয়েগুলো সব ছন্নছাড়া
সাপ ভয়ে ব্যাং ঘর ছাড়া (২)
এ যে আলুটিলা, ঝরনা আর ভগবানটিলার দেশ
এসো বন্ধু বেড়াতে এসো, খাগড়াছড়ির বনে


দুই  পাহাড় মালার কোলে, যাবে তুমি মোর সাথে (২)
দেখাবো তোমায় শাক্য বিহার (২)
ভিক্ষুরা সব করছে আচার
আকাশ প্রমাণ বুদ্ধ বসে প্রণাম চলছে পাদে
এসো বন্ধু বেড়াতে এসো, খাগড়াছড়ির বনে (২)


ডিসেম্বর ২০১১, খাগড়াছড়ি