হাঁটি হাঁটি পা পা- ওরে, ফের উঠে দাঁড়া- খাইলে উষ্ঠা!
হাঁটা থেকে চাই আটা;
বানিজ্য নষ্ট, কড়িতে কষ্ট-
আটায় টানে ম্যাজমেজে গা'টা!
তারপর আসে আঠার গল্প..ইংরেজে বলে গ্লু,
এই শুনে ভয় পেয়েছে, বাংলার কেষ্ট-বিষ্টু তাবত ভুলু।।


গোয়ালের গাভী হাম্বা ডাকে-
জোয়ালের বলদ পায় না খুঁজে!
লজেন্স খাইয়েছে, আলতো আদরে টানছে মিঃ গ্লু।
চোয়াল চেপে ভুলু, বেগতিক ছোটে;
পড়েছে সে বাটে!
বাগান ঘেঁটে যদি সে পায়- খাঁটি জিয়েলের আঠা!
আর কাশির হাসিতে-
যদি পায় খুঁজে, ঘাট মরা ওঁই জ্যাঠা!


১৯শে জানুয়ারি ২০২৩