বুনো শুয়োরের সাথে যুদ্ধ নয়
সন্ধিও নয়, প্রশ্রয়ও নয়
তার তো প্রজ্ঞা নেই
সে তো বুনো!
আমাদের প্রতিপক্ষ ঝুনো;
আধিপত্য আর অসমতায় ঝুনো।
যে জ্ঞান পবিত্র নামে-
করে বিতরণ অসমতার আবরণে,
কপটতা-কূটনীতির আবরণে-
অনাস্থা নয়; পুড়িয়ে নিতে চাই
এ মাটির উত্তাপে
পদ্মা মেঘনার জলে ধুঁয়ে।।


নড়াইল, ১৩ই এপ্রিল ২০২১