মোটা পেট-
দাও ভেট! চাষে চাষে ভরে যাবে তপস্যার ক্ষেত।


স্বপ্নে পেয়েছি ধান;
ধোঁকা দেয়নি সে মামা- জ্ঞানবান, ডাকি তারে আলাদিন।
কত যে ঋণ; কার কাছে যেন ঋণ!
কাতারে কাতার মরুতে ভাসে- কাঁধে কাঁধে দাঁড়িয়ে দ্বীন।
ঘসে ঘসে পিতল শেষে,
আমারে ভালোবেসে- জীবন করেছে রংগীন।


প্রক্ষালনে পেট খালি।
আমি খাঁটি! খাঁটি পলি! মাটি তো জ্ঞানীর বাণে খাঁটি।
কে বলে জল নাই, তল নাই- বল নাই!
আছে মোর মামা আলাদীন, ক্ষেত যাবে না খালি!


তাই আসো,
ঘাড়-  মাফলারে বাঁধো বা বন্ধনীতে কোমর,
আর 'হাজারো দর্শক মন মজাইয়া..রুপবানে নাচে'-
'কমলা' দুলিয়ে কোমর-  এ যে মজার সমর!
বলো না, কারে দোলায় কে;
সোজা ঘাড়- থাক আজ খালি!


২৪শে জানুয়ারি ২০২৩


কৃতজ্ঞতাঃ গীতিকার শাহান কবন্ধের জনপ্রিয় গান 'রূপবানে নাচে কোমর দুলাইয়া '।