ফিরিয়ে নিলো জীবন
জন্মের ঋণ সাগরে, ভেসে চলে জীবন


তারার চোখে, জ্যোতস্না রাতে, উত্তরের বায়ু
কার দায়, বুঝা দায়, ছিন্নমূল আয়ু- অভাব অনটন
তাই ফিরে চলে সাগরে
ডাংগায় ভাসা- সে যে দুরাশা, জল হোক পথ মাগো'রে


জল মোরে নিবে আজ!
কুটচালের ভাঁজ, অংক কষা- নিরন্তর ঘষামাজা!
হে দয়াল, তোমার জ্ঞানী পন্ডিতেরা প্রজ্ঞায় বেসামাল
রাজারা ভয়াল
কে পাবে সাজা!
সাগর নিয়েছে তাই রোহিঙ্গার দায়!


ঢাকা, ২৭শে ডিসেম্বর ২০২২