মাপন যেমন আঁড়ে ফোঁড়ে মাপন যেমন খাঁড়াতে
মাপন তেমন সময় নিয়ে মিনিট ঘড়ির কাঁটাতে


ইঞ্চি ফুট আর গজ মিলিয়ে মাপন কত্ত সোজা
সাতটি ঘড়ির মাপন কেনো ভিন্ন করে খোঁজা


এক জীবনের ঘড়ির কাঁটা এক গতি কী রয়
তোমার আমার সময় কাঁটার মিল কেনো না হয়


সময় তুমি  মাপবে তবে শুরুটা শেষ কোথা
অনেক কিছুর সময় মাপা বেশ ঝামেলার কথা


'তোমাকে দেখিনি অনেকদিন'– এ কেমনতর সত্য
গেল রাতেই স্বপ্নে দেখা, ঘটনা ঘটে নিত্য।।


খাগড়াছড়ি, ৭ই সেপ্টেম্বর ২০১১