জীবন্ত ঐকতানে মহাকাশ বাড়ে-
জীবনের  কল্যাণে;
তারারা নড়েচড়ে ঘুরে, বসত করে মহাকালে-
একে টানে অন্যেরে।
যেমন, জীবনের তরে জীবন দান;
মহাত্মা সারাহ- এমনই উদার!
এমনই মানব জাত; সত্যিই সে অভিজাত।
যদিও মৃত্যুই জীবনের চরম অমোঘ অভিঘাত।


নাই নাই অভাবের- স্বভাবের দেশে,
রাজকন্যার বেশে- দিয়ে গেলেন কোন বার্তা,
বিধাতার নির্দেশে; এ যেন মহাকালের উদারতা!
শত পূন্যে ধন্য তাঁর অশ্রুসিক্ত পিতা-মাতা।


২৩শে জানুয়ারি ২০২৩


পটভূমিঃ ১৮ই জানুয়ারি ২০২৩ তারিখে দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা দুটি কিডনি দুই  ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়েছে। সারাহ ইসলাম নামের (২০) এক মহাত্মা তরুণী এই দান করেন। তিনি  দুটি কর্নিয়াও দান করে গেছেন। যা দুই ব্যক্তির চোখে প্রতিস্থাপন করা হয়েছে।