আহারে উপহারে, হৃদয় ভরে যে।
সময়টা বাজে;
চলো হাতে হাত ধরে।
অপাড়ায় গন্ডগোল, তা নিয়ে বেশ শোরগোল।
চারদিকে অতিমারি,
আমাদের মহামারি।
সেবিকা কাঁদে,
নয় পেঁয়াজের ঝাঁজে ঝরায় অশ্রুধারা।
ইলিশের আকাল অতি-
ভাদরের রাতে;
দিন-দুপুরে বিনিময় চলবে সংস্কৃতি।
সানাই-ভেঁপু বাজিয়ে-
সীমানা যাবে পেরিয়ে, সুরের ধারা।।


২৭শে আগস্ট ২০২১, শুক্রবার


সময়কাল ও প্রেক্ষাপটঃ করোনা মহামারির তীব্র সংকটের সময়ে প্রতিবেশী দু'দেশে ইলিশ- পেঁয়াজ আমদানি-রফতানি সাময়িক বন্ধ।