পানি যাচ্ছে চলে--


কচুরিপানার খোঁপা বেঁধে
রাখি থাকে থাকে;
ক্ষেতগুলো খোপ খোপ, ভেসে উঠে।
আমনের গোড়া মিশিয়ে দিয়ে--
ঢেলা, ভেজা মাটির দলা
কেঁচোর গর্ত খুড়ে,
ট্রাক্টরের লাংগল গুতিয়ে ওলট-পালট সযতনে
রবিশস্যের আয়জনে;


শীতের আগমনে।।


ঢাকা থেকে নড়াইল যাত্রা পথে, গোপালগঞ্জ, ২৬ শে নভেম্বর ২০২০