শহীদ বুদ্ধিজীবী দিবসে হারানো বাংলার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধাঞ্জলিঃ


সব ঘোড়া নয় বুসেফেলাস
সব মাথা মেধা নয়; এগিয়ে যাবে সমাজ।
মেধাবী সারথি করে বধ! কি নির্বোধ!
কার এতো ভয়।


দায়-দেনা, যে দোকানেই হোক কেনা
কে রুখিবে বেঁচা-কেনা; শোধ যাবে সময়ের ঋন।
রক্তের ফিনকি-  সেতারের ঝংকারে বাজে বহুদিন।
দম্ভের পালকি
বেহারারা হারাবে শীন,
আরশে যে খোদা আসীন।


নিষ্ঠুর হাসিতে দাঁত, ইতিহাসে বেঁচা-কেনা,
শোধ যাবে সময়ের ঋন, হাসির তারে, ঝংকারে-ঝংকারে ;
পরম্পরা হয় রঙ্গিন,
নতুন পল্লবে দেখেছো কি, হাসে দাঁত।


দাঁড়াও মুসাফির, ধরো মোনাজাত।
শুধিবে দেনা; যে দোকানেই হোক কেনা।
গাও-  মুক্ত কন্ঠে গাও, আজাদী সংগীত;
মেধার কান্ডারী, একাত্তরের সারথিরা পাবে নাজাত।।


নড়াইল, ১৪ই ডিসেম্বর ২০২১