এই ফসলের ক্ষেত, এই যে জমিন
কালের স্বাক্ষী এখনো দাঁড়িয়ে দেখো- শতবর্ষী গাছটি, কতো না চেনা।
ঐতিহ্যের অহংকার, আমাদের ভালোবাসার।


এই যমিনে চরেছে হরিণের দল।
বানরের ভেংচি, বাঘের গর্জন, পাখির কলকাকলীর মুখরতা এখন-
সর্ষের মৌ ভনভনে খুঁজি।


গত হয়ে গেছে তাঁরা; সবাই চলে যাবে।
নইলে দেশান্তরি।
অবিরাম খুঁজে চলি; মাটি খুঁড়ে পাই শক্তির কয়লা
বা অপদার্থ কালো মাটি।


মূল্যহীন বা অমূল্য যে মাটিই হোক,
আমাদের ঐতিহ্যের পাতায়- 
সযত্নে লিখে রাখি। যেমন, শতবর্ষী গাছটা-
বেশ আছে, এখনো আমাদেরই সাথে।।


নড়াইল, ২০শে এপ্রিল ২০২১