আধুনিকতার ঢেকুর গিলে গিলে,
দ্রাক্ষার বাগান শেষ করে, শেয়াল ঢুকে পড়ে, নতুন বাগানে।


ভোগের কারিগর মজাবে রস,
নতুন রস, নাহলে,--
মুখ গলে যাওয়া আইসক্রিম।
এমন ভোগের পর,
আর কিভাবে গলাতে পারি তোমায়,
আমি কারিগর, তাই চাই আমার কাংখিত সুখ,
তোমার সুখ, সুখের নিদ্রা।


মশগুল আলাপে তুমি কাল আসবে বলো,
আবার ভাসবে মজার মজার মজানোর ড্রাম।
কি সুসজ্জিত, কি শোভিত বাঁধানো কবরগুলো,
যেভাবে শান্তিপায় তাঁরা, দিলে তুমি ফুলের গোছা,
যেভাবে, ও-ই ব্যাংকার খুঁজে টাকার গোছা।


হে ব্যাংকার, কই টাকা, চাই টাকা!
আনন্দ নয়, ভালোবাসা আজ শোভিত কবর।
সুখ বেচতে চাই! আমি কারিগর, চাই টাকা!
চাই তোমাদের সুশোভিত কবর!


২রা জুলাই ২১, শুক্রবার, নড়াইল 


অভিযাত্রিক-২০২৪