১.
পিছে পিছে ঘুরে, ছেলে ভালো
আদর্শে উজ্জ্বল, মুড়ির মোয়া ভালো
যেমনটি ও-ই সিংহটা, কাকে তাড়া করে!


২.
ভাটার জলে চলে গফুরের মহিষ
আর শরত বাবু চলে ভূপেনের গানে গানে
মনে হয় শব হয়ে ভেসে চলি আমি
জলেই শান্তি, এখন বাতাস আমার দুর্গন্ধ টানে 
আরও ভালো, কুমিরের দেখা যদি মিলে
যদি কেউ গিলে, হে নদী মধুমতী।।


মধুমতী নদী রক্ষা বাঁধ, নড়াইল , ১৩ই ডিসেম্বর ২০২২